জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে নভেম্বর গণভোট দিতে হবে - আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে নভেম্বর গণভোট দিতে হবে। এর মাধ্যমেই ফেব্রুয়ারিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, নভেম্বরের ১৮-১৯ তারিখে গণভোট হতে পারে। আর ডিসেম্বরের শুরুতেই সংসদ নির্বাচনের তফশিল। আমরা মনে করি এটি হবে সবচেয়ে কম ঝুঁকির ভোট। অতীতে ১৯ দিন ও এক মাসের মধ্যেই গণভোট হয়েছে। এক খরচেই হবে জাতীয় নির্বাচন। শুধু ব্যালটের পরিবর্তন হবে। আশা করি এর মাধ্যমে জনগণ একটি গ্রহণযোগ্য ভোট পাবে। যা হবে উৎসবমুখর। তাই এ বিষয়েই বিএনপিকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে উচ্চ কক্ষ নিয়ে একমত হওয়া নিশ্চিত হওয়া কঠিন হবে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পদ্ধতি নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলোতে গণভোট হবে। নোট অব ডিসেন্টের বিষয়ে জনগণের রায় পেলে করা যাবে। এ বিষয়ে ইশতেহারে তুলে ধরবে দলগুলো। এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে সে বিষয়গুলো সংশোধন করতে পারবে। এ বিষয়ে কমিশন কী করবে তারা সিদ্ধান্ত নেবেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
কমেন্ট বক্স