১৬ অক্টোবর ২০২৫ , ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে প্রস্তুত আছি- সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১০-২০২৫
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে প্রস্তুত আছি- সালাহউদ্দিন আহমেদ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা আগামী ১৭ তারিখ বিকাল ৪টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে প্রস্তুত আছি। আশা করি, যেভাবে নোট অব ডিসেন্ট-এর বিষয়ে দলগুলো একমত হয়েছি সেভাবে আমরা স্বাক্ষর করি। তাহলে আমরা বিশ্বের কাছে নজির স্থাপন করতে পারবো। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে ঐকমত্য কমিশনে কেন ডাকা হয়েছে এনসিপি নেতা আখতার হোসেন বক্তব্য দেয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারিনি।  এখন বুঝতে পারলাম জুলাই সনদ নিয়ে একটা সমস্যা হয়েছে।


আমরা ভেবেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে আখতারকে নিয়ে গিয়েছিলেন। সেখানে হয়তো তিনি প্রধান উপদেষ্টার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন। এখন বুঝতে পারছি- আমরা সারারাত যা করলাম এখন সকালে তার রিপিটেশন। সেটা করা মনে হয় উচিত হবে না। আমাদের অবশ্যই আপনার প্রতিশ্রুত সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হবে। যার কোনো বিকল্প নেই এই জাতির সামনে। দ্বিতীয় হলো- দেশে এমন একটি পরিবেশ বজায় রাখতে হবে যেন পতিত স্বৈরাচার আর কখনো সুযোগ নিতে না পারে। দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে যে ধরনের সমস্যার উৎপত্তি হয় এখন সে ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা বারবার বলে আসছিলাম- একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থান পরবর্তীতে সেসব সমস্যার উৎপত্তি হয় সেগুলো আমাদের দেশে হবে।  আরও বিলম্ব হলে আরও বেশি সমস্যা তৈরি হবে। 

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছি। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার যেসকল প্রস্তাব দিয়েছেন সেগুলো কিতাবে মানায়, বাস্তবে সম্ভব নয়। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সমর্থন আছে থাকবে। তবে সেটা সীমাহীন নয়। কন্ডিশনাল। কন্ডিশন হলো- একটা আপনার নেতৃত্বে একটা ভালো নির্বাচন। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখা দিচ্ছি। আপনি এটা অনুধাবন করবেন। 



প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, বাংলাদেশে সকল অর্গানে যেন ব্যালেন্স থাকে সেটা চেষ্টা করতে হবে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনরকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকুক। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকম ঝুঁকির মধ্যে যেতে চাই না। পতিত স্বৈরাচার ও তাদের দোসর একটি দেশ সেই সুযোগ নেয়ার জন্য বসে থাকবে। আমাদর অতি বিপ্লবী হলে চলবে না। আমাদের বাস্তবতার নিরিখে চলতে হবে। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, নোট অব ডিসেন্ট যেগুলো দেয়া হয়েছে সেগুলোর বিষয়ে স্বাধীনতা তো দিয়েছেন আপনারাই। মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলে আসছিলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হতে পারবে সেগুলো সংকলিত হয়ে একটা জাতীয় সনদ হবে। এবং সেই জাতীয় সনদটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়িত হবে। আর যেগুলো এর সরকারের হাতে থাকবে সেগুলো অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাস্তবায়িত হবে, ইতিমধ্যে হচ্ছে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে হয়েছে সেভাবে আমরা স্বাক্ষর করি। গণভোট আগে না পরে সেটা তো জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নয়। এটা আলাদাভাবে কথা বলতে পারেন।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ