১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ফরাসি ভাষা শেখা বড় চ্যালেঞ্জ

ফরাসি ভাষাগত দক্ষতা বৃদ্ধি সময়ের অপরিহার্য দাবি

প্রেস বিজ্ঞপ্তি
আপলোড সময় : ১৯-১০-২০২৫
ফরাসি ভাষাগত দক্ষতা বৃদ্ধি সময়ের অপরিহার্য দাবি
#বিদেশে_ভাষা_জীবন_সংগ্রামের_হাতিয়ার 
🇫🇷ফরাসি ভাষাগত দক্ষতা বৃদ্ধি সময়ের অপরিহার্য দাবি।
#Parlez-vous français ? 
#Oui
#A_Creative_language
#🇫🇷ফরাসি ভাষা শেখা 
বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।
ক্যারিয়ার ও স্থায়ীভাবে বসবাসের প্রেক্ষিতে ফ্রান্স প্রবাসীদের জীবনে ভাষাগত দক্ষতা প্রধান হাতিয়ার।দৈনন্দিন চলাফেরা,অধিকার আদায়, ব্যবসা ,চাকরি ও ভালো ক্যারিয়ারে গড়তে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ 'ফরাসি ভাষা শেখা, এবং ভালো ভাষাগত দক্ষতা অর্জন'।
এ দক্ষতা,
শুধু ফ্রান্সে🇫🇷স্থায়ী বসবাসের সুযোগ সুবিধা পাওয়াই নয়।বরং এটি নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি বড় মাধ্যম ও হাতিয়ার।
#বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, ফ্রান্স প্রবাসীদের ফরাসি ভাষা🇫🇷
পৃথিবীর একেক স্থানের মানুষের মনের ভাব প্রকাশের ভাষা একেক রকম।ফ্রান্সে সকল বিদেশিদের একটি ভাষা 'ফরাসি ভাষা'।এ ভাষা শেখার যৌক্তিক কারণগুলো হলো...
#মৌলিক অধিকার ও ফরাসি ভাষা দক্ষতা:
ফ্রান্সে বসবাসকারী বিদেশীদের জন্য অভিবাসন আইনে নতুন নতুন শর্ত যুক্ত করা হচ্ছে। এর মধ্যে অন্যতম শর্ত হলো ‘ফরাসি ভাষাগত দক্ষতা’ বৃদ্ধি করা।
- ফ্রান্সে🇫🇷স্থায়ী বসবাসের সুযোগ সুবিধা 
- জানুয়ারি ২০১৬ সালের থেকে ১০ বছর মেয়াদি স্থায়ী রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য ‘ফরাসি ভাষাগত দক্ষতা’ লেভেল A2 বাধ্যতামূলক করা হয়েছে। 
- 🇫🇷ফরাসি নাগরিকত্ব আবেদনের জন্য ‘ফরাসি ভাষাগত দক্ষতা’ লেভেল B1 বাধ্যতামূলক। খুব শীগ্রই লেভেল B2 করা হবে। উল্লেখ্য যে, ১ জুন, ২০১২ সাল থেকে নাগরিকত্বের আবেদনের জন্য লেভেল B1 বাধ্যতামূলক করা হয়েছে। ২০২০ সালে, ভাষা দক্ষতা পরীক্ষার মান আরও উন্নত করে লেভেল B1 পরীক্ষায় চারটি মডিউল দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছিল।
- ক্যারিয়ারে সম্মানজনক চাকরির ক্ষেত্রে ফরাসি ভাষা দক্ষতা অপরিহার্য। 
- উচ্চ শিক্ষায় ভর্তি,ডিপ্লোমা ও বিভিন্ন Formation এর জন্য ভাষা দক্ষতা পূর্ব শর্ত।
#চিকিৎসা সেবায়(ডাক্তার ও হাসপাতালে)
ফ্রান্সে বহু ভাষাভাষী মানুষের বসবাস।পৃথিবীর প্রায়ই সব ভাষার মানুষই এখানে স্হায়ীভাবে বসবাস করছেন।সবাইকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। একজন চিকিৎসকের পক্ষে পৃথিবীর সকল বিদেশি ভাষা শেখা সম্ভব নয়।কিন্তু সবার পক্ষে একটি ভাষা « ফরাসি ভাষা » শেখা সম্ভব। 
#ফ্রান্স প্রবাসি নারীদের ফরাসি ভাষা দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ :
ফ্রান্সে পারিবারিক পুনর্মিলন (Regroupement familial)। অর্থাৎ পরিবারের সাথে বসবাসের জন্য ফ্রান্সের মাটিতে বাংলাদেশি নারীদের সংখ্যা বেড়েই চলেছে।আশার দিক হলো,পরিবার নিয়ে একসাথে বসবাসের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
পাশাপাশি,
পরিবারের পুরুষ মানুষ অর্থের যোগান দিতে চাকরি কিংবা ব্যবসায় ব্যস্ত থাকতে হয়।তাই নারীকে সন্তান লালন পালনের সাথে সাথে বাহিরের বিভিন্ন কাজে সহযোগিতা করতে হয়।
যেমন,
- স্কুল ও কলেজর সাথে যোগাযোগ। 
- ডাক্তারের চেম্বার ও হাসপাতালে যোগাযোগ। 
- মৌলিক প্রশাসনিক কাজ গুলো করা।
- যেকোনো দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স, পুলিশ স্টেশন এবং ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা।
- সন্তানের (Devoirs)বাড়ির কাজে সহায়তা করা। 
- যার যার অবস্থার আলোকে সাধ্যমত কাজ করার মাধ্যমে ফ্রান্সে অবদান রাখা। যেমন, দোভাষী ,চাকরি ,ব্যবসা , সেচ্ছাসেবী কাজ ,লেখালেখি এবং অন্যান্য যে কোনো ক্যারিয়ারে প্রবেশ করা।
নারীর এ অবদানকে কোনো ভাবেই ছোটো করে দেখার সুযোগ নেই। মানবসভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি।
কবির ভাষায়,
"বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।" কবি কাজী নজরুল ইসলাম। 
#পরবর্তী প্রজন্মের সাথে সংপৃক্ত থাকতে ফরাসি ভাষা শেখা প্রয়োজন:
আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, এবং মূল্যবোধ আমাদের পরিচয়। আমাদের সংস্কৃতির সাথে সম্পর্ক রক্ষা করা আমাদেরকে আমাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে এবং আমাদের জীবনের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে।
আমাদের পরবর্তী প্রজন্মের সাথে কানেক্টেড থাকতে সাধ্যের মধ্যে চেষ্টা করা।আর ফরাসি ভাষা শেখার মাধ্যমেই এটি সম্ভব। 
প্রথম সাইফুদ্দিন গাজী (হাফি)র বাণী ৩টি শেকড় কখনো ছিন্ন করবেন না।
- মাতৃভূমির সাথে সম্পর্ক
- সংস্কৃতির সাথে সম্পর্ক
- পরিবারের সাথে সম্পর্ক

আমি মনেকরি, ইতিহাস যদি মুছে না যায় তাহলে পরবর্তী প্রজন্মকে আমাদের পারিবারিক মূল্যবোধ,নৈতিকতা,ঐতিহ্য এবং শৈশবের মৌলিক কথা গুলো বলে যাওয়া উচিত। 
#ফ্রান্সে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব করা:
আমাদের জন্মস্থান বাংলাদেশ। আর আমাদের বাসস্থান ফ্রান্স। বহির্বিশ্বে, বিশেষ করে ফ্রান্সে, আমাদের জন্মস্থানকে আরও বড় করে তোলার আকাঙ্ক্ষা কখনো থেমে নেই। কিন্তু এর জন্য ভাষাগত দক্ষতার বিকপ্ল নেই। 
বৈচিত্রময় সুন্দর এই পৃথিবী, বিভিন্ন বর্ণে-গোত্রে বিভক্ত মানুষ ও ভাষার সৃষ্টি করেছেন। এ সম্পর্কে আল্লাহ মহাগ্রন্থ আল-কুরআনে ইরশাদ করেছেন, ‘এবং তাঁর (আল্লাহর)নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।'(সূরা রুম- ২২) 
 অন্যত্র বলা হয়েছে, 
‘আমি কোনো নবীই এমন পাঠাইনি, যে তাঁর মাতৃ ভাষায় আমার বাণী মানুষের কাছে পৌছায়নি।যাতে করে সে তাদের কাছে আমার নিদর্শন স্পষ্ট করে দিতে পারে।’ (সূরা ইব্রাহীম- ৪)
পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সবাইকে স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছেন, যাতে তাঁরা মানুষকে আল্লাহর বিধান সহজভাবে বুঝাতে পারেন এবং মানুষও আল্লাহর বিধানকে সঠিকভাবে সহজে বুঝতে পারে।
ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে।ফ্রান্সের মাটিতে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করতে ফরাসি ভাষাগত দক্ষতা বৃদ্ধ সময়ে দাবি। 
ফ্রান্স আমাদের দ্বিতীয় আবাসস্থল। মাতৃভূমির পর ফ্রান্স ও ফরাসি ভাষাকে ভালোবাসি।

#আজ,যারা কঠিন বাস্তবতার মধ্যে ফরাসি শিখছেন, তারা একদিন ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির এবং সমাজের তৃণমূল পযার্য়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন।
#কৃতজ্ঞতা ও শুভ কামনা,
যারা ফরাসি ভাষা শেখা এবং শেখানোর সংগ্রাম নিয়োজিত। 
 #কাজী হাবিব,প্যারিস, ১২ মার্চ ২০২৫
#ছবি @Google 
লেখক :https://www.rokomari.com/book/200446/french-expression


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ