২০ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৫
বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট/ফাইল ছবি
বিশ্বব্যাপী ভিসা সংক্রান্ত বিষয়াদি কঠোর থেকে আরো কঠোর হওয়ায় ক্রমেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্টের মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত। অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়াও অনেক বাংলাদেশি বিভিন্ন দেশে প্রবেশের জন্য পর্যটন ভিসা ব্যবহার করেন। আবার অবৈধভাবে কাজ করার জন্য সেখানে অতিরিক্ত সময় অবস্থান করেন এবং পরে তাদের আটক করে নির্বাসিত করা হয়। কিছু দেশ এমনও অভিযোগ করেছে যে, বাংলাদেশি ভ্রমণকারীরা অবৈধভাবে তৃতীয় দেশে প্রবেশের জন্য ট্রানজিট রুট ব্যবহার করে। সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমদের মতে, বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। একসময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে। এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে, শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই। সূত্র: নিউএজ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ