২১ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভারতকে গুড়িয়ে সুচনা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০১-১১-২০২৫
ভারতকে গুড়িয়ে সুচনা অস্ট্রেলিয়ার

বৃষ্টিতে ভেসে গেছে প্রথম টি টোয়েন্টি। ক্যানবেরার পর কাল মেলবোর্নে অনুষ্টিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে রীতিমত বিধ্বস্ত ভারত। বিশেষ করে এশিয়া কাপে যে পারফরমেন্স ছিল তার ছিটেফোটাও দেখাতে পারেনি। অজি বোলারদের তোপের মুখে ১২৫ রানে অলআউট হয়ে গেছে। দুইজন ব্যাটসম্যান ডাবল ফিগারে যেতে সক্ষম হয়েছিলেন। অভিষেক শর্মা ও হরষিৎ রানা। শর্মা করেন ৩৭ বলে ৬৮ রান। আর রানা করেন ৩৫।

১৮.৪ ওভারে অলআউট ভারত হ্যাজেলউডদের তোপের মুখে। হ্যাজেলউড নেন তিন উইকেট মাত্র ১৩ রানে। 
এরপর অস্ট্রেলিয়া খেলতে নেমে ১৩.২ ওভারেই পৌছে যায় জয়ের লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্শ এবং ট্রাভিস হেড। তাঁদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকেরা। এরপরও জয় পেতে কোনো সমস্যা হয়নি অজিদের। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৩ ওভারে ৫১ রান তোলেন মার্শ ও হেড। হেডকে তিলক বর্মার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ১৫ বলে ২৮ রান এনে দেন হেড।
দলীয় ৮৭ রানে বিদায় নেন মার্শ।

তার আগে ২৬ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৬ রান করেন অধিনায়ক। এরপর টিম ডেভিড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্টকেও হারায় অস্ট্রেলিয়া। ইংলিস ২০ ও ওয়েন করেন ১৪ রান। ৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ভারতের হয়ে যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ দুটি করে উইকেট নেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ