
গাজায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশে আলোক চিত্তি সাংবাদিক শহীদুল আলম মুক্ত হয়ে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েল বাহিনী তা ছুড়ে ফেলেছে জানিয়ে শহিদুল বলেন, “আমার সবচেয়ে অপমানবোধ হয়েছে, যখন বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনা সদস্যরা বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলে দিয়েছে।
“এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। এর জন্য আমাদেরকে বিচার আদায় করে নিতে হবে। একটি দেশের পাসপোর্ট এমনভাবে ছুড়ে ফেলে অপমান করে পার পেয়ে যাবে—তা মেনে নেওয়া যায় না।”
ইসরায়েলি সেনাদের হাতে কঠিন সময় পার করার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের উপর নির্যাতন গেছে, কঠিন সময় গেছে। কিন্তু গাজাবাসী যে নির্যাতনের মধ্যে আছে, তার তুলনায় কিছুই না। গাজাবাসী যতক্ষণ মুক্ত না হয়, আমাদের কাজ শেষ হয়নি।”