দিল্লিতেও পরাজয়ের শঙ্কায় ওয়েস্টইন্ডিজ

আপলোড সময় : ১১-১০-২০২৫ , আপডেট সময় : ১১-১০-২০২৫

ডাবল সেঞ্চুরীটা আর হলোনা তার। ১৭৫ এ শেষ জয়সওয়ালের ইনিংস।  দিনের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়লেন সেঞ্চুরিয়ান ইয়াশাসভি জয়সওয়াল। এরপর দলকে এগিয়ে নিলেন শুবমান গিল। চমৎকার ব্যাটিংয়ে ভারত অধিনায়কও উপহার দিলেন সেঞ্চুরি। পাঁচশ ছাড়ানো বিশাল পুঁজি গড়ল স্বাগতিকরা। পরে ব্যাটিং নামা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরলেন রাভিন্দ্রা জাদেজা।

দিল্লি টেস্টে শনিবার ৫ উইকেটে ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিয়ানরা। এখনও ৩৭৮ রানে পিছিয়ে তারা। ফলে এ ম্যাচেও পরাজয়ের শঙ্কায় ওয়েস্টইন্ডিজ। 



আগের দিনের ১৭৩ রানের সঙ্গে দুই রান যোগ করতেই ফিরে যান জয়সওয়াল। তবে শেষ পর্যন্ত খেলেন গিল। ২০ রান নিয়ে নতুন দিন শুরু করে তিনি খেলেন ১২৯ রানের ইনিংস। তার ১৯৬ বলের অপরাজিত ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৬ চারে।

টেস্টে এটি গিলের দশম সেঞ্চুরি। গত জুনে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করার পর ১২ ইনিংসে পঞ্চমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। ভারতীয় অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। নেতৃত্বের প্রথম ১০ ইনিংসে পাঁচ ফিফটি করে রেকর্ডটি সুনিল গাভাস্কারের। 


সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১৩৪.২ ওভারে ৫১৮/৫ ডিক্লে. (আগের দিন ৩১৮/২) (জয়সওয়াল ১৭৫ গিল ১২৯*, নিতিশ ৪৩, জুরেল ৪৪; সিলস ২২-২-৮৮-০, ফিলিপ ১৭-২-৭২-০, গ্রেভস ১৪-১-৫৮-০, পিয়ের ৩০-২-১২০-০, ওয়ারিক্যান ৩৪-৬-৯৮-৩, চেইস ১৭.২-০-৮৩-১)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৩ ওভারে ১৪০/৪ (ক্যাম্পবেল ১০, চান্দারপল ৩৪, আথানেজ ৪১, হোপ ৩১, চেইস ০, ইমলাচ ১৪; বুমরাহ ৬-৩-১৮-০, সিরাজ ৪-০-৯-০, জাদেজা ১৪-৩-৩৭-৩, কুলদিপ ১২-৩-৪৫-১, ওয়াশিংটন ৭-১-২৩-০)  

সম্পাদকীয় :

Editor and Publisher : Muhammad Nurul Islam


Head Office  :  53 Rue Letort  75018 Paris  State : Île-de-France

Dhaka office/   :   House No-421(1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka

Email  : editor.eurobarta@gmail.com, Mobile : +33753471445


অফিস :