পাঁচ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

আপলোড সময় : ১২-১০-২০২৫ , আপডেট সময় : ১২-১০-২০২৫
পাঁচ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।



বিবৃতিতে তিনি বলেন, গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে— জামায়াতের দাবিগুলোর প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।

অধ্যাপক পরওয়ার বলেন, সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।



জামায়াতের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ফেব্রুয়ারিতে গণভোটের মাধ্যমে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং স্বৈরাচারি দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দাবিগুলো আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করবে জামায়াত।

তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিবৃতির শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ ও জামায়াতের সকল জনশক্তিকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। 

সম্পাদকীয় :

Editor and Publisher : Muhammad Nurul Islam


Head Office  :  53 Rue Letort  75018 Paris  State : Île-de-France

Dhaka office/   :   House No-421(1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka

Email  : editor.eurobarta@gmail.com, Mobile : +33753471445


অফিস :