
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর দেওয়া ‘ছোট ছোট চান্দাবাজি আমি হইতে দিছি’ এমন বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। ২২ জুলাই বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ায় একটি দলীয় সভায় তিনি এমন বক্তব্য দেন বলে অভিযোগ।
সেই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সান্টুর নেতাকর্মীরা দাবি করেছেন, ‘ভিডিওটি এডিট করা’। তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও।
ভাইরাল ভিডিওতে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয় দিনে, এক বছরে ছোট ছোট চাঁন্দাবাজি যা হইছে-এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে, ১৭ বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই। কথার কথা বলি, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে, তাহলে তো আমার কাছে আসবেন না।’
২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার পরে ২২ জুলাই দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সান্টু।
কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু বলেন, এসব কথা বলে তিনি দলের মারাত্মক ক্ষতি করছেন। এসব কথা বলা তার উচিত হয়নি।
বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টুর বক্তব্য জানতে মোবাইলে ফোন করা হয়। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া বলেন, এগুলো এডিট করে বানানো হয়েছে। ছড়ানো ভিডিও যে কথা শোনা যাচ্ছে তা তিনি (সান্টু) বলেননি। সান্টু সবসময় চাঁদাবাজির বিপক্ষে ছিলেন।
সেই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সান্টুর নেতাকর্মীরা দাবি করেছেন, ‘ভিডিওটি এডিট করা’। তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও।
ভাইরাল ভিডিওতে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয় দিনে, এক বছরে ছোট ছোট চাঁন্দাবাজি যা হইছে-এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে, ১৭ বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই। কথার কথা বলি, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে, তাহলে তো আমার কাছে আসবেন না।’
২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার পরে ২২ জুলাই দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সান্টু।
কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু বলেন, এসব কথা বলে তিনি দলের মারাত্মক ক্ষতি করছেন। এসব কথা বলা তার উচিত হয়নি।
বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টুর বক্তব্য জানতে মোবাইলে ফোন করা হয়। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া বলেন, এগুলো এডিট করে বানানো হয়েছে। ছড়ানো ভিডিও যে কথা শোনা যাচ্ছে তা তিনি (সান্টু) বলেননি। সান্টু সবসময় চাঁদাবাজির বিপক্ষে ছিলেন।