আমেরিকায় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে ইসি

আপলোড সময় : ১৬-১০-২০২৫ , আপডেট সময় : ১৬-১০-২০২৫
আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখন থেকে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকেই আবেদন করে ভোটার হতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, আমেরিকাতে আমাদের চারটি মিশন অফিসে এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এগুলো পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করে আমরা সফল হয়েছি যে এখান থেকে এটা করা যাচ্ছে। সফল হওয়ার প্রমাণ হিসেবে ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই আমরা প্রসেস করে এবং নাম্বার হওয়ার পর ওদেরকে এগুলো আমরা হস্তান্তর করেছি। এর মধ্য দিয়ে নিবন্ধন কার্যক্রমও উদ্বোধন হয়ে গেল।
 
মহাপরিচালক বলেন, এখন যারা আমেরিকা থেকে ভোটার রেজিস্ট্রেশন করতে চাই বা এনআইডির সেবা পেতে চাই তাদের ক্ষেত্রে আর বাধা থাকল না। এখন থেকে তারা নিয়মিত আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে ভোটার হতে পারবেন।
 
হুমায়ুন কবীর বলেন, আমাদের মিশন অফিসে যারা কাজ করবেন আমাদের এবসেন্সে (অনুপস্থিতিতে), তারা আমাদের টেকনিক্যাল লোকদের পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন তারা পারবেন। এছাড়া কাজ করতে গেলে যদি সুবিধা-অসুবিধা হয় আমাদের এখানে যে টেকনিক্যাল লোকরা এসেছিল তাদের নাম্বার তারা নিয়ে রেখেছে। কোনো অসুবিধা হলে তাদের সঙ্গে তারা শেয়ার করবেন। যেই টিমে যে টেকনিক্যাল লোক ছিল তিনি ওই টিমের সঙ্গে যোগাযোগ করে কোনো অসুবিধা হলে তাদেরকে গাইড করবেন।
 
নির্বাচন কমিশন ৪০টি দেশে কার্যক্রমটি সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছিল, যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে বর্তমানে ১১টি দেশের (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র) ১৭টি স্টেশনে ইসির প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও ভোটার করার কার্যক্রম চলমান রয়েছে।
 
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন দেখেছে, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকে মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
 
দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছে। সবচেয়ে রয়েছে বেশি ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ প্রবাসী রয়েছে সৌদি আরবে। আর সবচেয়ে কম দুই হাজার ৫০০ জন রয়েছে নিউজিল্যান্ডে ে

সম্পাদকীয় :

Editor and Publisher : Muhammad Nurul Islam


Head Office  :  53 Rue Letort  75018 Paris  State : Île-de-France

Dhaka office/   :   House No-421(1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka

Email  : editor.eurobarta@gmail.com, Mobile : +33753471445


অফিস :