চুড়ান্ত হলো ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

আপলোড সময় : ১৭-১০-২০২৫ , আপডেট সময় : ১৭-১০-২০২৫
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার আল আমরাতে এশিয়া–ইএএপি বাছাইপর্বে জাপানকে আট উইকেটে হারিয়ে আসরটির মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।

জাপানের দেওয়া ১১৭ রানের টার্গেট সহজেই তাড়া করে ফেলে ইউএই। দলের হয়ে হায়দার আলির ঘূর্ণিতে আসে সাফল্য, তিনি ২০ রানে নেন ৩ উইকেট। এরপর ওপেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে তোলে ৭০ রানের পার্টনারশিপ, যা জয়টা নিশ্চিত করে দেয় আগেভাগেই।



এই জয়ের মাধ্যমে ইউএই যোগ দিয়েছে নেপাল ও ওমানের সঙ্গে, যারা এরই মধ্যে নিশ্চিত করেছে নিজেদের জায়গা। এই তিন দলই বাছাইপর্ব থেকে শেষ মুহূর্তে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

আগামী বছরের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আয়োজক দুই দল ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে জায়গা পেয়েছে ২০২৪ বিশ্বকাপে সেরা সাত দল—অফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চলের একমাত্র কোটা জিতেছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাইয়ে ইতালি (প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে) ও নেদারল্যান্ডস জায়গা করে নিয়েছে। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াই থেকে জায়গা পেয়েছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। আর এশিয়া–ইএএপি অঞ্চলের নয় দলের বাছাইপর্ব থেকে এবার চূড়ান্ত তালিকায় যোগ দিয়েছে নেপাল, ওমান ও ইউএই।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে আগের আসরের মতোই ২০ দল অংশ নেবে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপপর্বে সবাই একে অন্যের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। সুপার এইটেও দুটি গ্রুপ থাকবে, যেখানে চারটি করে দল মুখোমুখি হবে রাউন্ড–রবিন ফরম্যাটে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, আর সেমিফাইনালের জয়ীরা মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালে। 

সম্পাদকীয় :

Editor and Publisher : Muhammad Nurul Islam


Head Office  :  53 Rue Letort  75018 Paris  State : Île-de-France

Dhaka office/   :   House No-421(1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka

Email  : editor.eurobarta@gmail.com, Mobile : +33753471445


অফিস :